West Bengal GK - Geography - Day 2


West Bengal GK - GEOGRAPHY - Day 1


1.   Nepal shares the smallest international boundary with West Bengal. 

    •     নেপাল পশ্চিমবঙ্গের সাথে ক্ষুদ্রতম আন্তর্জাতিক সীমানা ভাগ করে নিয়েছে।

2.   West Bengal has the longest interstate boundary with Jharkhand.

    • ঝাড়খণ্ডের সাথে পশ্চিমবঙ্গের দীর্ঘতম আন্তঃরাজ্য সীমানা রয়েছে।

3.   The area of West Bengal can be divided into 5 physiographic divisions.

    • পশ্চিমবঙ্গের এলাকাকে 5টি  ভূপ্রাকৃতিক  বিভাগে ভাগ করা যেতে পারে।

4.   India's first metro has been started in West Bengal.

    • ভারতের প্রথম মেট্রো পশ্চিমবঙ্গে চালু হয়েছে।

5.   Bengal's rank in terms of mineral production in India -  Ninth.

    • ভারতে খনিজ উৎপাদনের নিরিখে বাংলার স্থান - নবম।

6.   Bengal contributes 16% to the total production of minerals in the country.

    • দেশের মোট খনিজ উৎপাদনে বাংলার অবদান 16%।

7.   West Bengal's stand for coal production in India - THIRD.

ভারতে কয়লা উৎপাদনে পশ্চিমবঙ্গের অবস্থান - তৃতীয়।

8.   The coal belts of West Bengal are in - Burdwan District. 

পশ্চিমবঙ্গের কয়লা বেল্টগুলি - বর্ধমান জেলায়।

9.   In Nituria, Purulia high-grade bituminous coal is mined.

নিতুরিয়ায়, পুরুলিয়া উচ্চ-গ্রেডের বিটুমিনাস কয়লা খনন করা হয়।

10.                  North 24 Parganas district of Bengal has the highest population.

বাংলার উত্তর 24 পরগনা জেলায় জনসংখ্যা সবচেয়ে বেশি।

11.                  Bankura district has the lowest percentage of the urban population.

বাঁকুড়া জেলায় শহুরে জনসংখ্যার শতাংশ সবচেয়ে কম।

12.                  Kolkata has the lowest percentage of rural population.

কলকাতার গ্রামীণ জনসংখ্যার হার সবচেয়ে কম।

13.                  In terms of area, Bengal's rank in India is 14th. 

আয়তনের দিক থেকে ভারতে বাংলার স্থান 14তম।

14.                  10.66% of India's SC population is from Bengal.

ভারতের SC জনসংখ্যার 10.66% বাংলার।

15.                  Coochbehar district of Bengal has the highest Scheduled Caste population.

বাংলার কোচবিহার জেলায় সর্বাধিক তফসিলি জাতি জনসংখ্যা রয়েছে।


16.                  Kolkata district has the lowest SC population in Bengal.

কলকাতা জেলায় বাংলায় সর্বনিম্ন SC জনসংখ্যা রয়েছে।

17.                  The Forests of West Bengal can be classified into six types.

পশ্চিমবঙ্গের বনকে ছয় প্রকারে ভাগ করা যায়।

18.                  Jalpaiguri district covers the highest forest area in Bengal.

জলপাইগুড়ি জেলায় বাংলার সর্বোচ্চ বনাঞ্চল রয়েছে

19.                  13.38% of Bengal’s geographical area comprises forest.

বাংলার ভৌগোলিক এলাকায় 13.38% বনভূমি রয়েছে

20.                  The Farakka Project is mainly aimed at - Preserving the port of Kolkata. 

ফারাক্কা প্রজেক্টের মূল লক্ষ্য - কলকাতা বন্দর সংরক্ষণ।

 ---------------

Top Post Ad

Below Post Ad